বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩১ Thursday 9th May 2024

বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩১

Thursday 9th May 2024

প্রচ্ছদ প্রতিবেদন

মেগা প্রকল্প মশার প্রজননক্ষেত্র : সারা বছরের রোগে পরিণত হলো ডেঙ্গু

২০২২-১১-১১

জয়ন্তী রায়না

    

ডেঙ্গু এখন আর মৌসুমী ব্যাধি নেই। নীতিনির্ধারকদের দায়িত্বহীনতা, অবহেলা এবং উদাসীনতার ফলে বছরজুড়ে ডেঙ্গুর সংক্রমণ দেখা যাচ্ছে। আগে জুলাই থেকে অক্টোবর এই চার মাস ডেঙ্গুর প্রকোপ থাকলেও গত কয়েকবছর ধরে বছরের একটা বড় সময় জুড়ে মানুষের জন্য ভোগান্তি নিয়ে আসছে ডেঙ্গু। বিগত বিশ বছর ধরে প্রতি বছরই বিপুল সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্তান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং মারা যাচ্ছেন। এ বছর আক্রান্ত মানুষের সংখ্যা ইতোমধ্যেই ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৮৭ জন। তবে প্রকৃত সংখ্যা এরচেয়েও বহুগুণ বেশি।

Your Comment