রবিবার ১৬ই আশ্বিন ১৪৩০ Sunday 1st October 2023

রবিবার ১৬ই আশ্বিন ১৪৩০

Sunday 1st October 2023

দেশজুড়ে প্রাণ-প্রকৃতি-পরিবেশ

বর্জ্য মিশ্রিত পানি ফেলে পরিবেশ ধ্বংস করছে ওয়াসা

২০২২-০৬-০১

দৃকনিউজ প্রতিবেদন

দেশের আইন ভঙ্গ করে সাভারে গুরুতর পরিবেশ দূষণ করছে ঢাকা ওয়াসা। ভাকুর্তার তেঁতুলঝোড়ায় ‘আয়রন রিমুভ প্রকল্পের’ আয়রন বর্জ্য মিশ্রিত পানিতে নানা রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্থ এই অঞ্চলের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ। ঢাকা ওয়াসার পাম্প স্থাপন করে পানি উত্তোলনের ফলে প্রায় ৪ বছর ধরে বিশুদ্ধ পানির সংকটেও রয়েছেন স্থানীয়রা।

 

ভাকুর্তায় পানির খনি আছে এবং পানি উত্তোলনের পর হিমালয় থেকে পানি এসে সেই শূন্যতা পূরণ করবে- এমন দাবি করে মিরপুরের পানি সংকট সমাধানে ২০১২ সালে সাভার ও কেরানীগঞ্জে গভীর নলকূপ স্থাপনের প্রকল্প হাতে নেয় ওয়াসা। তবে মিরপুরের প্রায় ২৫ লাখ মানুষের পানির সংকটের সমাধান হয়নি। উল্টো এই প্রকল্পের কারণে পানির সংকটে আরও ১৫ লাখ মানুষ।  

 

এই অঞ্চলের পানির সংকট ও পরিবেশ দূষণকে ঘিরে ওয়াসা কোনো সমাধান ভেবেছে কিনা- জানতে চাইলে এই প্রসঙ্গ এড়িয়ে যান ওয়াসার প্রধান তাকসিম এ খান।