শুক্রবার ১৩ই আশ্বিন ১৪৩০ Friday 29th September 2023

শুক্রবার ১৩ই আশ্বিন ১৪৩০

Friday 29th September 2023

প্রচ্ছদ প্রতিবেদন

দিনমজুর মনিকার চোখে আগুন আর কান্না

২০২২-০৮-২৩

দৃকনিউজ প্রতিবেদন

  

"এমন সরকারের দরকার কী আছে?" বাজার পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মনিকা। তার সাথে দেখা হলো রায়েরবাজারের দিনমজুরের হাটে। মনিকার ক্রোধ আর হতাশা সেখানে উপস্থিত প্রত্যেক শ্রমিকেরই জীবনের বাস্তবতা। দুই বিদ্যালয় পড়ুয়া মেয়েকে নিয়ে দিন আর কাটছে না মনিকার।

Your Comment